Cvoice24.com

রামগড়ে ভারতীয় মদ ওষুধ গরু জব্দ

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২৩
রামগড়ে ভারতীয় মদ ওষুধ গরু জব্দ

চোরাপথে সীমান্ত পাড়ি দিয়ে খাগড়াছড়ির রামগড়ে আনা হয়েছিল ভারতীয় মদ, ওষুধ ও গবাদি পশু। বুধবার মধ্যরাতে পৃথক অভিযানে এসব জব্দ করেছে বিজিবির  ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। তবে চোরকারবারিদের কোন সন্ধান পায়নি বিজিবি।

বিজিবি জানিয়েছে, বুধবার মধ্যরাতে রামগড়ের ফেনী নদীর কুল এলাকায় ৯৬ বোতল ভারতীয় মদ পাওয়া গেছে। একইদিন সকালে ওই এলাকা থেকে বাছুরসহ একটি গাভী  এবং রামগড় থানার ফেনী যৌতিরচর নামক স্থান থেকে মালিকবিহীন আরও ৪টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম জানান, জব্দ করা গরু, ওষুধ মদ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়