রামগড়ে মাদকসহ দুই যুবক গ্রেপ্তার
রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় পৌরসভার গর্জনতলী এলাকায় গাঁজা ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ মে) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কান্ত মজুমদার ও হৃদয় কান্তি দে। কান্ত মজুমদার রামগড় পৌরসভার গর্জনতলী গ্রামের মৃত সমির মজুমদার ও হৃদয় কান্তি দে একই গ্রামের অমল কান্তি দের ছেলে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।