Cvoice24.com

আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ১ এপ্রিল ২০২২
আবৃত্তিশিল্পী হাসান আরিফ আর নেই

হাসান আরিফ

আবৃত্তিশিল্পী, সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

হাসান আরিফ বেশ কিছুদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার শরীরের ইনফেকশনের মাত্রা বেড়ে গিয়েছিল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত বছরের ডিসেম্বরের শুরুতে তার করোনা শনাক্ত হয়। চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। মধ্য আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়