Cvoice24.com

পতেঙ্গায় কথা কাটাকাটিতে ‘জ্ঞান হারিয়ে’ প্রাণ গেল পান দোকানির

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ৯ জুন ২০২৩
পতেঙ্গায় কথা কাটাকাটিতে ‘জ্ঞান হারিয়ে’ প্রাণ গেল পান দোকানির

চট্টগ্রামের পতেঙ্গায় খাবার হোটেল ও তার কর্মচারীদের সঙ্গে মারামারিতে মো. আলমগীর নামে ভাসমান এক পান-সিগারেট বিক্রেতার মৃত্যু হয়েছে। 

পতেঙ্গায় খাবারের দোকানির সঙ্গে মারামারিতে ‘জ্ঞান হারিয়ে’ মো. আলমগীর নামের এক ভাসমান পান-সিগারেট বিক্রেতার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুন) রাতে পতেঙ্গার চরপাড়া সৈকত এলাকায় এই ঘটনা ঘটে।

আলমগীরের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটায়। থাকতেন পতেঙ্গার চরপাড়া এলাকায়। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন বলেন, এক ভাতের হোটেল মালিকের সঙ্গে আলমগীরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় ওই হোটেল মালিক ও তার কর্মচারীরা মিলে আলমগীরকে মারধর করেন। পরে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়