জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার : বক্কর
সিভয়েস২৪ ডেস্ক
সারাদেশকে বদ্ধ কারাগারে পরিণত করে রাষ্ট্রযন্ত্র দিয়ে সরকার জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে নগরের পূর্ব মাদারবাড়িতে মাঝিরঘাট বিএনপি নেতা জানে আলম জুনুর পরিবারের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদউপহার তুলে দেয়ার সময় এসব কথা বলেন তিনি।
আবুল হাশেম বক্কর বলেন, ‘দেশের ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির বলিষ্ঠ নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করেছিল আওয়ামী লীগ। এর অন্যতম শিকার হচ্ছে চট্টগ্রাম কোস্টার হাউসের সাধারণ সম্পাদক ও মাঝিরঘাট বিএনপি নেতা জানে আলম জুনু। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ হয়েছেন। তাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে।’
এ সময় উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মো. সালাউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবু, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাইফুর রহমান চৌধুরী শপথ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন, বিএনপি নেতা মো. শাহাজাহান, থানা যুবদলের সিনিয়র. যুগ্ম আহ্বায়ক নুর খান, সদস্য সচিব মো. রাশেদ, মহানগর যুবদলের সহসম্পাদক নুর জাহেদ বাবলু, থানা ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েল, ছাত্রদল নেতা সোহেল রানা প্রমুখ