কালুরঘাটে পানির ট্যাংকে পড়ে কর্মচারীর মৃত্যু

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩০, ১৮ এপ্রিল ২০২৪
কালুরঘাটে পানির ট্যাংকে পড়ে কর্মচারীর মৃত্যু

কাদের ট্রেডিং নামে এই বেডিং কারখানায় এর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফাইল ছবি

চট্টগ্রামে পানির ট্যাংকে পড়ে মো. হাবিবুর রহমান (৫৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে নগরের চান্দগাঁও থানার কালুরঘাট ভারী শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। 

হাবিবুর রহমান কাদের ট্রেডিং নামের একটি বেডিং কারখানার কর্মচারী। পটুয়াখালীর মির্জাপুর উপজেলার কাঠালতলীর মাধবখালী গ্রামে তার বাড়ি। 

ফায়ার সার্ভিস বলছে, কাপড় ধোয়ার পানি তুলতে গিয়ে বালতির দড়ি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ৩১ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে কাদের ট্রেডিং নামের ওই বেডিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। এরপর থেকেই বন্ধ ছিলো প্রতিষ্ঠানটি। তবে, পুনরায় চলছিলো মেরামত কাজ। নিহত কর্মচারী হাবিবুর রোজা রেখে কাপড় ধোঁয়ার জন্য বালতি কেটে পানি তোলার সময় নিচে পড়ে যায়। এতেই তার মৃত্যু হয়।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন সিভয়েস২৪-কে বলেন, 'কর্মচারী হাবিবুর প্রতিষ্ঠানটির আন্ডারগ্রাউন্ড রিজার্ভার হাউজ থেকে বালতি কেটে পানি নিয়ে গিয়ে নিচে পড়ে যায়। খবর পেয়ে আমরা ওই পানির ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়