Cvoice24.com

লোহাগাড়ায় বাজার তদারকি, ৩ দোকানিকে জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ১৫ মার্চ ২০২৩
লোহাগাড়ায় বাজার তদারকি, ৩ দোকানিকে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় রমজানকে সামনে রেখে বাজার তদারকি করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রি, সেবার মূল্য যথাযথভাবে প্রদর্শন না করা এবং লেবেলিং না থাকার অপরাধে তিন দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী এবং লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী উপস্থিত ছিলেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান বলেন, অভিযানে মূল্য তালিকা ছাড়া পণ্য বিক্রি, সেবার মূল্য যথাযথভাবে প্রদর্শন না করা এবং লেবেলিং না থাকার অপরাধে তিন দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করাসহ ভোক্তাদের অধিকার সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়