সাতসকালে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৬, ১৮ এপ্রিল ২০২৪
সাতসকালে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

একটানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে চট্টগ্রামে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরের আলো ফুটতে না ফুটতে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। এটি মূলত ছিল কালবৈশাখী। বৃষ্টির সময় নগরের অনেক জায়গায় আকাশ ঘন কালো মেঘে ঢেকে গিয়ে আঁধার নেমে আসে। 

আবহাওয়া অফিস বলছে-- সকালের কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ থাকায় দুপুরের পর ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এদিকে, গত কয়েক দিন ধরে গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সকালের এক পশলা বৃষ্টিতে গরমের তীব্রতা খানিকটা কমেছে, স্বস্তি এসেছে জনজীবনে। 

এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার মো. আবদুল বারেক সিভয়েস২৪-কে বলেন, আজ সকালে কালবৈশাখী ঝড়ের সঙ্গে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেইসাথে আজ আকাশ আংশিক মেঘলাসহ সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া আকারে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর আকাশে মেঘ থাকায় দুপুর বা  বিকেল নাগাদ আবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়