Cvoice24.com

চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, উপস্থিতির হার ৭৭ শতাংশ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৯, ২ মার্চ ২০২৪
চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, উপস্থিতির হার ৭৭ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত তথা ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২মার্চ) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে ১২টা পর্যন্ত চলে।

এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরও পাঁচটি কেন্দ্রে ২ মার্চ (শনিবার) 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ওয়াসা মোড়, দামপাড়া ক্যাম্পাস, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

‘এ’ ইউনিটের চবি কেন্দ্রের সমন্বয়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘এ’ ইউনিটে চবিতে সর্বমোট ৯৯ হাজার ৫২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ২৫৯ জন উপস্থিত ছিলেন। শতকরা উপস্থিতির হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া অনুপস্থিত ছিলেন ২২ হাজার ২৬২ জন। 

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষার সবরকম প্রস্তুতি নিয়েছি। এ বছর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও ৫টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছি। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমে আসবে।

বি প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম শিকদার জানান, আমরা পরীক্ষার্থীদের কথা ভেবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছি। পুলিশ, প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, র‍্যাব, রোভার স্কাউট, নিরাপত্তা কর্মী এবং রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করছে আশা করি আমরা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারব।

সর্বশেষ

পাঠকপ্রিয়