Cvoice24.com

বেচাবিক্রি নেই, ব্যবসায়ীদের গোমড়া মুখ

মাহমুদ হাসান, সিভয়েস২৪

প্রকাশিত: ১১:০০, ২৫ মার্চ ২০২৪
বেচাবিক্রি নেই, ব্যবসায়ীদের গোমড়া মুখ

অগ্নিঝরা মার্চ, বর্ষবরণ ঘিরেও ফুলের বাজারে কোনো সুবাস নেই। রোজার কারণে বাজার মন্দা যাচ্ছে ব্যবসায়ীদের। প্রায় ক্রেতাশূণ্য চট্টগ্রাম নগরের ফুলের রাজ্য খ্যাত চেরাগী মোড়। ফলে হতাশ মনে মুখ গোমড়া করে দিন পার করছেন ব্যবসায়ীরা।

রবিবার (২৪ মার্চ) নগরের চেরাগী পাহাড় মোড় ঘুরে দেখা গেছে, টুকিটাকি বেচাকেনার কাজে কেউ কেউ ব্যস্ত থাকলেও দোকানের বাইরে বসে অলস সময় পার করছেন বেশিরভাগ দোকানি। কেউ কেউ ফুল তাজা রাখতে পানি ছিটাচ্ছেন। কেউবা দোকান গুছানোর কাজে ব্যস্ত। অনেকটা ক্রেতাশূন্য ফুলের বাজার।

নিউ স্টার পুষ্প বিতানের কর্মচারী আরাফাত বলেন, ‘আমাদের বেচাকেনা ২০ শতাংশ কমে এসেছে। দুই একটা কাস্টমার আসলেও দিনভর ফাঁকা। অথচ, অন্যান্য সময় আমরা কারো সঙ্গে কথা বলার সুযোগ পাই না। সকাল থেকে রাত পর্যন্ত অর্ডারের কাজে ব্যস্ত সময় পার করতে হয়।’

ফ্লোরাল আর্টের সাইফুল ইসলাম বেচাবিক্রি কম হওয়ার কারণ বলছিলেন, রোজার কারণে আয়োজন কমে যাওয়া। অন্যান্য সময় বেচাবিক্রি বেশি থাকলেও রোজায় এভাবে দিন কাটে তাঁদের। তবে এবার ৭ই মার্চ, ১৭ মার্চ ঘিরে আশানুরূপ বেচাবিক্রি না হওয়ায় শঙ্কিত তিনি।

সাইফুল বলেন, ‘৭ই মার্চ, ১৭ মার্চ বেচাবিক্রি হয়নি বললেই চলে। অথচ আগে ওই দুই প্রোগ্রাম ঘিরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় লেগে থাকতো দোকানে।’

ফুল বিক্রেতা ইব্রাহিমের নিজস্ব কোনো দোকান নেই। রাস্তার পাশে ফুল নিয়ে বসে ক্রেতা ধরেন। তিনি বলেন, ‘স্কুল-কলেজ খোলা থাকলে ছেলেমেয়েরা টুকটাক ফুল কিনতো। কিন্তু এখন তাও নেই।’

উৎসবমুখর মার্চেও কোনো বেচাকেনা নেই বলে হতাশ তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়