Cvoice24.com

চট্টগ্রামের ১৩ রেমিটন্সে যোদ্ধাকে সিআইপি ঘোষণা  

প্রকাশিত: ১৬:৫০, ১৫ ডিসেম্বর ২০২০
চট্টগ্রামের ১৩ রেমিটন্সে যোদ্ধাকে সিআইপি ঘোষণা  

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩৮ প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) হিসেবে নির্বাচিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ৩৮ জনের মধ্যে ১৩ জনই চট্টগ্রামের বাসিন্দা রয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, প্রতি বছর মোট তিনটি ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়ে থাকে। ক্যাটাগরিগুলো হলো- ক) বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, খ) বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি এবং গ) বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি।

সিআইপি-এনআরবি সম্মাননা-২০১৮-এ বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী ক্যাটাগরিতে একজন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ৩০ জন, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে সাত জনসহ সর্বমোট ৩৮ জন এ মর্যাদায় ভূষিত হয়েছেন।

শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী সিলেটের কল্লোল আহমদ।

বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশিরা হলেন, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রবাসী সিলেটের মোহাম্মদ মাহতাবুর রহমান, ইউএই প্রবাসী সিলেটের মো. ওলিয়ার রহমান, ওমান প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ তৌহিদুল আলম, ইউএই প্রবাসী কুমিল্লার মোহাম্মদ মাহাবুব আলম, কুয়েত প্রবাসী ভোলার জাকির হোসেন, ইউএই প্রবাসী সিলেটের মোহাম্মদ এমাদুর রহমান,   ইউএই প্রবাসী চট্টগ্রামের আবু নাঈম মো. তৌহিদুল আলম চৌধুরী, ইউএই প্রবাসী ঢাকার মোহাম্মদ মনির হোসেন, ইউএই প্রবাসী কুমিল্লার জেসমিন আক্তার,  ইউএই প্রবাসী কুমিল্লার রিপন দত্ত, ইউএই প্রবাসী ঢাকার নিগার সুলতানা, যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামের নেহাল রয় রহিম, ইউএই প্রবাসী চট্টগ্রামের এস এম ইউসুফ, ইউএই প্রবাসী কুমিল্লার আবুল কালাম, ইউএই প্রবাসী চট্টগ্রামের মোস্তফা কামাল, ইউএই প্রবাসী নারায়ণগঞ্জের মো. নুর খান, যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারের মোহাম্মদ আবদুল রহিম, জাপান প্রবাসী ঢাকার কাজী সারওয়ার হাবিব, ইউএই প্রবাসী ঢাকার মোহাম্মদ সাইদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী ঢাকার মোহাম্মদ আদনান ইমাম, ইতালি প্রবাসী ময়মনসিংহের লুৎফর রহমান মুন্সী, যুক্তরাজ্য প্রবাসী ঢাকার সায়ান জুবায়ের, সৌদি আরব প্রবাসী নোয়াখালীর মো. আক্কাস মিয়া, ওমান প্রবাসী চট্টগ্রামের মোহা. মোছাদ্দেক চৌধুরী, ইউএই প্রবাসী চট্টগ্রামের ফখরুল ইসলাম, রাশিয়া প্রবাসী ঢাকার এসএম পারভেজ তমাল, ইউএই প্রবাসী কুমিল্লার নুরুল ইসলাম, ওমান প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, ইউএই প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওমান প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ আশরাফুর রহমান।

বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন, যুক্তরাজ্য প্রবাসী ঢাকার কামাল আহমদ, ইউএই প্রবাসী চট্টগ্রামের মোহাম্মদ সেলিম ও নুরুল আলম, মালদ্বীপ প্রবাসী ঢাকার মোহাম্মদ সোহেল রানা, যুক্তরাষ্ট্র প্রবাসী ঢাকার মারুফা আহমদ, যুক্তরাজ্য প্রবাসী ঢাকার বেলাল আহমদ, কুয়েত প্রবাসী চট্টগ্রামের আবুল কাসেম।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের সম্মাননা ও সিআইপি কার্ড দেওয়া হবে। মন্ত্রণালয় আরও জানায়,  নির্বাচিতরা (এনআরবি) সিআইপি নির্বাচন নীতিমালা অনুযায়ী সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়