Cvoice24.com

জোড়া লাগলো সেই পুলিশ সদস্যের হাতের কব্জি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ১৬ মে ২০২২
জোড়া লাগলো সেই পুলিশ সদস্যের হাতের কব্জি

অস্ত্রোপচারের পর পুলিশ কনস্টেবল জনি খান

টানা ১০ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের লোহাগড়ায় আসামির দায়ের কোপে বিচ্ছিন্ন হওয়া পুলিশ কনস্টেবল জনি খানের হাতের কব্জি প্রতিস্থাপন করা হয়েছে। 

রোববার(১৫ মে) দিবাগত রাত আড়াইটাই দিকে রাজধানীর আল মানার হাসপাতালে তার হাতের কব্জি প্রতিস্থাপন অস্ত্রোপচার শুরু হয়। 
  
সোমবার (১৬ মে) লোহাগড়ায় থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ দত্ত সিভয়েসকে এই তথ্য জানান। তিনি বলেন, টানা ১০ ঘণ্টার অস্ত্রোপচার পর একদল চিকিৎসক ওই কনস্টেবলের হাতের কব্জিটি প্রতিস্থাপন করতে সফল হন। সুস্থ হবার পর আবার কাজে ফিরতে পারবে বলে জানিয়েছেন তারা।  

উল্লেখ্য, রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় মারামারি মামলার আসামি ধরতে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও দুইজন কনস্টেবল আহত হয়। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে ওই পুলিশ সদস্য জনি খানকে। ঘটনার পর থেকে আসামি কবির আহম্মদ পলাতক।

সর্বশেষ

পাঠকপ্রিয়