পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, ডবলমুরিংয়ে গ্রেফতার ২

প্রকাশিত: ১৬:২৩, ৯ জুলাই ২০২০
পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, ডবলমুরিংয়ে গ্রেফতার ২

পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের সময় নগরীর ডবলমুরিং থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তার মোড় এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি-বন্দর)। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- ড্রাইভার মো. শরীফ (২৪) ও হেলপার মো. তসির (৫০)। এদের মধ্যে শরীফ ঢাকা জেলার কেরানীগঞ্জ ও তসির আশুলিয়ার বাসিন্দা। মূলত মহামারী করোনা সংকটকে কাজে লাগিয়েই এ দুজন ইয়াবা পাচার করছিলেন বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।

দুজনকে গ্রেফতারের বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি-বন্দর) আবু বকর সিদ্দিক।

আবু বকর সিদ্দিক বলেন, করোনা সংকটকে কাজে লাগিয়ে নামমাত্র ভাড়ায় পণ্য পরিবহনের আড়ালে গ্রেফতার দুজন ঢাকার কেরানীগঞ্জে উদ্ধারকৃত ইয়াবা পাচার করছিলেন। প্রথমে তারা তাদের ব্যবহৃত পিকআপে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে চট্টগ্রাম শহর হয়ে কক্সবাজার যান। সেখান থেকে উদ্ধারকৃত ইয়াবা নিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে ফের চট্টগ্রাম শহর হয়ে ঢাকায় ফিরছিলেন। কিন্তু তারা সফল হতে পারেননি। ঠিকই পুলিশের হাতে তারা গ্রেফতার হলেন।

গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলেও জানিয়েছে আবু বকর সিদ্দিক।

-সিভয়েস/এসএইচ/এমএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়