২৯ মে আনোয়ারা বোয়ালখালী পটিয়া ও চন্দনাইশে ভোট

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ১৭ এপ্রিল ২০২৪
২৯ মে আনোয়ারা বোয়ালখালী পটিয়া ও চন্দনাইশে ভোট

চট্টগ্রামের আনোয়ারা বোয়ালখালী পটিয়া ও চন্দনাইশ উপজেলায় ভোট হবে আগামী ২৯ মে। তৃতীয় ধাপে এসব উপজেলার তফসিল ঘোষণা করা হয়। এ নিয়ে চট্টগ্রামের সাতটি উপজেলার তফসিল ঘোষিত হলো। বাকি আছে কর্ণফুলী, সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, আনোয়ারা। বাকি তিন ধাপে এসব উপজেলার তফসিল ঘোষণা হবে। আগামী ৮ মে সন্দ্বীপ, মিরসরাই, সীতাকুণ্ডে ভোটগ্রহণ হবে।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী,  তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে।

চট্টগ্রামের তিন উপজেলা ছাড়াও কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রামু খাগড়াছড়ি জেলার মহালছড়ি; রাঙামাটি জেলার নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি উপজেলায় ভোট গ্রহণ হবে তৃতীয় ধাপে।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়