Cvoice24.com

রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় নিভে গেল তিন প্রাণ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬, ২৫ মার্চ ২০২১
রাঙ্গুনিয়ায় ট্রাকের ধাক্কায় নিভে গেল তিন প্রাণ

ছবি: সিভয়েস

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক সিএনজি সংঘর্ষে মুহুর্তেই নিভে গেল তাজা তিন প্রাণ। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আব্দুল কাদের নামে একজন।  

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা কালুগোট্টা হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়। 

দুর্ঘটনায় নিহতরা হলেন— নগরের আসকারদীঘির পাড়ের স্বপ্ননাজ দত্তের স্ত্রী ডেজি দত্ত (৩৫), মো. আকবর (২৫) ও আবুল কালাম (৬৮)। এদের মধ্যে আকবর ও কালামের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সিভয়েসকে জানান, রাত ৯টার দিকে ৪ জনকে চমেকে আনা হয়। এদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় গুরুতর আহত আবদুল কাদেরকে চমেকের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

দুর্ঘটনার পর রাঙ্গুনিয়া থেকে তাদের নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়। পরে রাত ৯ টার দিকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর পর রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী সিভয়েসকে বলেছিলেন, ‘চন্দ্রঘোনার কালুগোট্টা এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছি। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।’


সিভয়েস/ এপি

সর্বশেষ

পাঠকপ্রিয়