Cvoice24.com

রাউজানে খালের পানিতে চার ঘণ্টা ধরে ভাসছিল ‘অজ্ঞাত’ লাশ, উদ্ধারে আসেনি কেউ

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ৩ অক্টোবর ২০২২
রাউজানে খালের পানিতে চার ঘণ্টা ধরে ভাসছিল ‘অজ্ঞাত’ লাশ, উদ্ধারে আসেনি কেউ

রাউজানে এভাবে ভাসছিল অজ্ঞাত এই লাশটি

চট্টগ্রামের রাউজানে একটি খালের স্লুইচ গেইটে চার ঘণ্টা ধরে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসছিল। তবে দীর্ঘক্ষণ উদ্ধার না করায় ভাটার স্রোতে লাশটি কর্ণফুলী নদীতে ভেসে যাওয়ার ফলে উদ্ধার করা যায়নি।

সোমবার সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন দরগাহ গ্রামে স্লুইচ গেইটে আটকে ছিল মরদেহটি। 

পুলিশ বলছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়নি। স্থানীয়রা বলেছেন  দীর্ঘক্ষণ ধরে সেখানে আটকে থাকলেও লাশটি উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। উল্টো দুর্গন্ধ এড়াতে বাঁশ দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। অনেকক্ষণ চেষ্টা করেও লাশটি সরাতে না পারলেও ভাটার স্রোতে লাশটি কর্ণফুলী নদীতে ভেসে চলে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি উপুড় অবস্থায় পানিতে ভেসে থাকায় চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এ কারণে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই যুবকের পরনে ধূসর ও হলুদ রঙের টি–শার্ট আর জিনস প্যান্ট ছিল। একটি মানিব্যাগ দৃশ্যমান ছিল। ভোর ৬টার দিকে কর্ণফুলী নদীর ৩০০ ফুট দূরত্বের সংযোগ খালের স্লুইসগেটে লাশটি আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সকাল সাড়ে ১০টার দিকে ভাটার সময় লাশটি ভাসতে ভাসতে চলে যায় নদীতে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, লাশ আটকে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। সম্ভবত লাশটি পানিতে ভেসে গেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়