মহেশখালীতে আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ০৯:৫৭, ১১ মার্চ ২০১৯
মহেশখালীতে আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

কক্সবাজারের মহেশখালীতে আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

সোমবার (১১ মার্চ) ভোর সাড়ে ৫ টায় উপজেলার নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে মহেশখালীর একটি ইউনিট ও পরে চকরিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম  বলেন, প্রায়-শতাধিক দোকান পুড়েছে। এ উপজেলার বাণিজ্যিক এলাকা এটি। হঠাৎ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রশাসনের উচ্চ মহলে জানানো হয়েছে।

বড় নতুনবাজার বণিক সমবায় সমিতির সভাপতি সিরাজ মিয়া ও সাধারণ সম্পাদক মো. কাসেম জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় মসজিদে ঘোষণা দিলে মুহুর্তের মধ্যে হাজারও মানুষ আগুন নেভাতে এসে সহযোগিতা করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি সহজে।

এদিকে শতাধিক ব্যবসায়ী তাদের সহায় সম্বল হারিয়ে নিঃষ হয়ে পড়েছে। তাদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

সিভয়েস/এএইচ

মহেশখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়