পেকুয়ায় অস্ত্র-গুলিসহ ডাকাত আলমের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯:০৪, ১৯ নভেম্বর ২০১৯
পেকুয়ায় অস্ত্র-গুলিসহ ডাকাত আলমের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় তালিকাভুক্ত ডাকাত মোহাম্মদ আলমের (২৮) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১২টি বন্দুক ও ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় টইটং ইউনিয়নের গুদিকাটা এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর নির্যাতনসহ বিভিন্ন আইনে সাতটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আলম রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
 
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, মঙ্গলবার ভোরে টইটং ইউনিয়নের গুদিকাটা এলাকায় দুই ডাকাত দলের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে গহীন অরণ্যে পালিয়ে যায়। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে ঘটনাস্থল তল্লাশি করে তালিকাভুক্ত ডাকাত আলমের মৃতদেহ ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সিভয়েস/এএইচ

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়