কক্সবাজারে কথিত 'বন্দুকযুদ্ধে' মাদক পাচারকারি নিহত

প্রকাশিত: ০৫:৩৫, ১৯ জানুয়ারি ২০২০
কক্সবাজারে কথিত 'বন্দুকযুদ্ধে' মাদক পাচারকারি নিহত

ছবি : সিভয়েস

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারি নিহত এবং বিজিবির তিনসদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফ নদীর শেকলঘেরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. ফয়সল হাসান খান।

নিহত মোহাম্মদ আইয়াছ (২৫) উখিয়ার কুুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মো. জামাল হোসেনের ছেলে। বিজিবির দাবি, নিহত জামাল হোসেন একজন মাদক পাচারকারি।

এ বিষয়ে লে. কর্ণেল ফয়সল বলেন,  ভোর রাতে টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্টের শেকলঘেরা এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের লালদ্বীপ থেকে একটি নৌকা যোগে কয়েকজন লোককে নাফ নদী অতিক্রম কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে নৌকায় থাকা লোকজন বিজিবির সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে নৌকায় থাকা ৩ জন নদীতে ঝাপ দিয়ে শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিকে পালিয়ে যায়।

" পরে গোলাগুলি থেমে গেলে নৌকায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নৌকাটি তল্লাশি করে ২ লাখ ২০ হাজার ইয়াবা, ১ টি দেশিয় তৈরী বন্দুক, ১ টি গুলি ও ১ টি গুলির খালি খোসা পাওয়া যায়। ঘটনায় বিজিবির ৩ সদস্য আহত হয়েছে। "

বিজিবির অধিনায়ক বলেন, " আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপালে প্রেরণ করেন। সেখানে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। "

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান লে. কর্ণেল ফয়সল।

-সিভয়েস/এসসি

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়