হজের খুতবার বাংলা অনুবাদ করবেন বাঁশখালীর শোয়াইব

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ৭ জুলাই ২০২২
হজের খুতবার বাংলা অনুবাদ করবেন বাঁশখালীর শোয়াইব

হাফেজ মাওলানা শোয়াইব বিন রশীদ মাক্কী।

এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন হাফেজ মাওলানা শোয়াইব বিন রশীদ মাক্কী। তিনি বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত বি এ রশীদের ছেলে।

১৯৯৮ সালে তিনি চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় দাওরায়ে হাদিস ও পরের বছর উচ্চতর আরবি সাহিত্যে ডিগ্রি লাভ করেন। এরপর উচ্চশিক্ষা অর্জনে শিক্ষাবৃত্তি নিয়ে সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। বর্তমানে তিনি পিএইচডি গবেষণার শেষ পর্যায়ে আছেন।

শোয়াইব মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক। তার সহকারী হিসেবে থাকবেন একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা খলিলুর রহমান। বাড়ি কুমিল্লার শাসনগাছায়। 

জিলহজ মাসের নবম দিন আরাফাতের ময়দানে উপস্থিত মুসলিমদের উদ্দেশে আরবিতে খুতবা দেবেন নির্ধারিত খতিব। মসজিদে নামিরা থেকে দেওয়া এই খুতবা বিভিন্ন ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অনুবাদ প্রকল্পের যাত্রা শুরু হয়। এরপর দুই বছর ধরে হজযাত্রীদের বিভিন্ন ভাষায় সেবা দেওয়ার অংশ হিসেবে সরাসরি বাংলা ভাষায় খুতবা অনুবাদের কার্যক্রম চলছে।


 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়