চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ থামছেই না, একদিনেই আক্রান্ত ৯১

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ১৮ অক্টোবর ২০২২
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ থামছেই না, একদিনেই আক্রান্ত ৯১

সংগৃহীত

চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত দুই মাসেই শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় পনেরোশ’র কাছাকাছি। প্রতিদিনই শনাক্ত ছাড়িয়ে যাচ্ছে আগের দিনকে। তেমনি গত ২৪ ঘণ্টায় নগরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৯১ জন। এর আগে গতকাল আক্রান্ত হয়েছিলেন ৬৪ জন। চলতি সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১২ জনে। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এমনকি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮২ জন। তারমধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৭ জন ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৪ জন রোগী।

এদিকে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। তারমধ্যে নগরের ১ হাজার ২৩০ জন এবং উপজেলার ৪৪৪ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ৭৯২ জন, নারী ৪৬১ জন এবং শিশু ৪২১ জন।

সর্বশেষ

পাঠকপ্রিয়