ইসি সচিবের বিরুদ্ধে মানহানির অভিযোগ হিরো আলমের

প্রকাশিত: ০৭:৪৪, ২০ ডিসেম্বর ২০১৮
ইসি সচিবের বিরুদ্ধে মানহানির অভিযোগ হিরো আলমের

ফাইল ছবি।

নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের দিকে মানহানির অভিযোগ তুলেছেন আলোচিত অভিনেতা হিরো আলম। বলেছেন-ইসি সচিব আমাকে ইনসাল্ট করে কথা বলেছেন। দায়িত্বপূর্ণ পদে থেকে তিনি এটি করতে পারেন না। আমি তার পদত্যাগ চাই।

হাইকোর্টের আদেশ নিয়ে ব্যালট পেপার ছাপানো নিয়ে বিড়ম্বনার কথা বলতে গিয়ে ইসি সচিব গতকাল বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন- ‘হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়। সেও বলে যে, নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখিয়ে ছাড়ছি; বোঝেন অবস্থা!’

এর প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ইসি সচিব আমাকে ইনসাল্ট (অপমান) করে কথা বলে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকাশ করেছেন। একটি দায়িত্বপূর্ণ জায়গায় থেকে একজন প্রার্থী সম্পর্কে তিনি এ কথা বলতে পারেন না। এ ধরনের মন্তব্যের জন্য আমি অবশ্যই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করব।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র এই প্রার্থী নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদের পদত্যাগও দাবি করেন।

-সিভয়েস/এসএইচ

সিভয়েস ডেস্ক 

সর্বশেষ

পাঠকপ্রিয়