এমভি আবদুল্লাহ বন্দরে পৌঁছবে বিকেলে, কয়লা খালাস সোমবার 

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৬, ২১ এপ্রিল ২০২৪
এমভি আবদুল্লাহ বন্দরে পৌঁছবে বিকেলে, কয়লা খালাস সোমবার 

সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ উপকূলে প্রবেশ করলেও আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বিকেলে। আর জাহাজে থাকা কয়লা খালাস করা হবে সোমবার (২২ এপ্রিল)। 

রবিবার (২১ এপ্রিল) সকালে নির্ণয়কারী বৈশ্বিক সংস্থা মেরিন ট্রাফিক সূত্রে জানা গেছে জাহাজটি পারস্য উপসাগরের কাসাব উপকূল অতিক্রম করছে।

এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ গণমাধ্যমকে জাহাজের ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন। দুবাই পৌঁছানোর পর নাবিকদের দুইজন ফ্লাইটে বাংলাদেশে ফিরবেন। বাকি ২১ জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম গণমাধ্যমকে বলেছেন, রবিবার বিকেল চারটায় জাহাজটি আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভেড়ানো হবে।

মেরিন ট্রাফিকের তথ্য বলছে, এমভি আবদুল্লাহ শনিবার রাতে ওমান সাগর পারি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজটি ঘণ্টায় ৯ দশমিক ৩ কিলোমিটার গতিতে দুবাইয়ের দিকে যাচ্ছে। জাহাজটির অবস্থান ও গতিবেগ অনুযায়ী বাংলাদেশ সময় আজ রবিবার বিকেল ৪টার মধ্যে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

এর আগে, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ এপ্রিল ছাড়া পায় নাবিকসহ এমভি আবদুল্লাহ। 

মুক্ত হওয়ার পরই ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল–হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয় জাহাজটি। এসময়  জাহাজটিকে কড়া নিরাপত্তা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দুইটি যুদ্ধজাহাজ ও তিনটি টহল জাহাজ ঝুঁকিপূর্ণ জলসীমা পার করে দেয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়