তিন মাস মাছ ধরতে মানা কাপ্তাই হ্রদে

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৪, ১৮ এপ্রিল ২০২৪
তিন মাস মাছ ধরতে মানা কাপ্তাই হ্রদে

তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে।কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বৃদ্ধির জন্য আগামী ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত (৩ মাস) কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। 

সভায় রাঙামাটি জেলা প্রশাসকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক জানান, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি, স্বাভাবিক বৃদ্ধির জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার সময়ে কেউ হ্রদ থেকে মাছ আহরণ করতে পারবে না। অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বিএফডিসি সূত্রে জানা যায়,  নিষেধাজ্ঞা কালীন সময়ে স্থানীয় বরফকল বন্ধ থাকবে। পাশাপাশি স্থানীয় বাজার সমূহ ও কাপ্তাই হ্রদের মনিটরিং করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়