বৈদ্যুতিক তার চুরি, ৩ রেল কর্মচারী গ্রেপ্তার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৮, ২ জুন ২০২১
বৈদ্যুতিক তার চুরি, ৩ রেল কর্মচারী গ্রেপ্তার

রেলওয়ের বৈদ্যুতিক তার চুরি করায় রেলের বিদ্যুৎ বিভাগের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাহাড়তলী রেলওয়ে ওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের পর আজ বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। 

পাহাড়তলী রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক সিকদার বলেন, বৈদ্যুতিক তার চুরি করায় রেলের বিদ্যুৎ বিভাগের ৩ কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাবিলদার বাবলা দাশ বাদী হয়ে রেলওয়ের সম্পত্তি আইনে মামলা দায়ের করার পর আজ (বুধবার) তাদের আদালতে পাঠানো হয়েছে।’ 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সত্যজিৎ দাশ সিভয়েসকে বলেন, ‘রেলওয়ের সম্পদ রক্ষায় আমরা সব সময় তৎপর রয়েছি। অপরাধী যেই হোক, যত প্রভাবশালীই হোক রেলের সম্পদ চুরির সাথে জড়িতদের আইনের সম্মুখীন হতেই হবে।’

-সিভয়েস/টিএম

সর্বশেষ

পাঠকপ্রিয়