Cvoice24.com

বৃষ্টি ছাড়াই ‘দরিয়া’ জিইসি মোড়

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২৩
বৃষ্টি ছাড়াই ‘দরিয়া’ জিইসি মোড়

নালার পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রামের জিইসিতে।

১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা। ঝকঝকে পরিষ্কার চট্টগ্রামের আকাশ। কোথাও বৃষ্টির ছিটেফোঁটাও নেই। অথচ নগরের ব্যস্ততম জিইসি মোড় এলাকায় জমে আছে পানি! সেন্ট্রাল প্লাজার বিপরীতে পুলিশ বক্সের সামনে থেকে ইউনেস্কো শপিং কমপ্লেক্স পর্যন্ত পথচারীদের কদম ফেলার জায়গা নেই। নালার ময়লা পানিতে একাকার।

শুরুতে ওয়াসার পাইপ লাইন লিকেজ থেকে জলাবদ্ধতা হয়েছে ধারণা করা হলেও পরবর্তীতে নিশ্চিত হয় নালা বন্ধ হয়ে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে। খবর পেয়ে নালা সাফে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তবে ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও হঠাৎ সড়কে পানি উঠার কারণ খুঁজে বের করতে পারেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 

ক্ষোভ প্রকাশ করে দশ নম্বর বাসের এক যাত্রী বলেন, বৃষ্টি বাদল ছাড়াই জিইসি মোড়ে দরিয়া হয়ে গেছে। এরকম আগে দেখি নাই। নোংরা পানির মধ্যেই বাস থেমে নামতে হয়েছে। শুনেছি, নালা বন্ধ হয়ে পানি উঠেছে। এমন এলাকাতেও নালা বন্ধ হয়ে রাস্তায় পানি উঠে ভাবা যায়।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম সিভয়েসকে বলেন, ‘সকালে খবর পেয়ে আমাদের লোকজন কাজ শুরু করেছে। কিন্তু আমরা কোথাও কোনো ব্লকেজ খুঁজে পাইনি। বের করার চেষ্টা করছি। এখন এস্কেভেটর আনা হয়েছে সেটা দিয়ে কাজ চলছে। হয়তো রাস্তার একটা অংশ কেটে দেখতে হবে ব্লক কোথায় হয়েছে। আমাদের কাজ চলমান।’

সর্বশেষ

পাঠকপ্রিয়