Cvoice24.com

আনোয়ারায় মাদক-অস্ত্রসহ চন্দনাইশের যুবক ধরা

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৮:৫৯, ১ ডিসেম্বর ২০২৪
আনোয়ারায় মাদক-অস্ত্রসহ চন্দনাইশের যুবক ধরা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আলাউদ্দিন ওরফে আলীম (৩০) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আলাউদ্দিন চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাইনজুরী গ্রামের জালালের ছেলে। 

সেনাবাহিনী জানায়, মালঘর বাজারস্থ একটি দোকানে অভিযান চালিয়ে আলাউদ্দিন ওরফে আলীমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫টি দেশীয় অস্ত্র তথা রামদা, চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, আসামির বিরুদ্ধে মামলা রুজুর পর রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: