বোয়ালখালীতে এজেন্ট না আসায় ভোটগ্রহণে দেরি

মিনহাজ মুহী, বোয়ালখালী থেকে

প্রকাশিত: ০৮:৩৭, ৭ জানুয়ারি ২০২৪
বোয়ালখালীতে এজেন্ট না আসায় ভোটগ্রহণে দেরি

ভোটগ্রহণ শুরু না হওয়ায় ভোটারদের এদিক-ওদিক ঘোরাঘুরি।

কয়েকজন প্রার্থীর এজেন্ট আসতে দেরি করায় সময়মতো ভোটগ্রহণ শুরু হয়নি চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের একটি কেন্দ্রে। বোয়ালখালী অংশের শাকপুরা ইউনিয়নের হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা ১০ মিনিটের পরে ভোটগ্রহণ শুরু হয়। বেশ কয়েকজন ভোটার অপেক্ষায় ছিলেন ওই কেন্দ্রে। 

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, 'কয়েকজন প্রার্থীর এজেন্ট দেরি করে আসায় ভোট ঠিক সময়ে গ্রহণ শুরু করা সম্ভব হয়নি।'

এই কেন্দ্রের মোট ভোটার দুই হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫৭৫ এবং মহিলা ১৩৯০ জন।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে মোট প্রার্থী ১০ জন। প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম (কেটলি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এসএম আবুল কালাম আজাদ (টেলিভিশন), স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী (ফুলকপি), কল্যাণ পার্টির মোহাম্মদ ইলিয়াস (হাত ঘড়ি), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ মহিবুর রহমান বুলবুল (ডাব), ইসলামী ফ্রন্টের আবদুল নবী (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা (আম), জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ (লাঙ্গল), তৃণমূল বিএনপির সন্তোষ শর্মা (সোনালী আঁশ) এবং ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন (চেয়ার)।

সর্বশেষ

পাঠকপ্রিয়