চন্দনাইশে পাহাড়ে দুই ব্যক্তিকে অপহরণ, মুক্তিপণ দাবি
চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় থেকে দুই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের বড়চর পাহাড়ে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন— উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রাহাত আলী তালুকদার বাড়ি মৃত ফজল আহমেদের ছেলে মো. আহাম্মেদ হোসেন (৫০) এবং উত্তর জোয়ারা ৭ নং ওয়ার্ডের সেলিম মেম্বারের বাড়ির মৃত সিরাজের ছেলে আলী মনসুর (৩৫)।
জানা গেছে, সকালে পাহাড়ের বাগান থেকে লেবু আনতে গেলে আহাম্মেদ হোসেন ও আলী মনসুরকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদেরকে ছাড়াতে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করছে দুর্বৃত্তরা। না দিলে দুজনকে মেরে ফেলার হুমকি দিয়েছে অপহরণকারীরা।
তবে এ বিষয়ে অবগত নন জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন। তিনি বলেন, ‘অপহরণের বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি। থানায় লিখিত অভিযোগও করেনি কেউ।’