Cvoice24.com

চন্দনাইশে পাহাড়ে দুই ব্যক্তিকে অপহরণ, মুক্তিপণ দাবি

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৫:৩৭, ১১ জানুয়ারি ২০২৫
চন্দনাইশে পাহাড়ে দুই ব্যক্তিকে অপহরণ, মুক্তিপণ দাবি

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় থেকে দুই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাঞ্চননগর  ইউনিয়নের বড়চর পাহাড়ে এ ঘটনা ঘটে। 

অপহৃতরা হলেন— উপজেলার কাঞ্চননগর  ইউনিয়নের রাহাত আলী তালুকদার বাড়ি মৃত ফজল আহমেদের ছেলে মো. আহাম্মেদ হোসেন (৫০) এবং উত্তর জোয়ারা ৭ নং ওয়ার্ডের সেলিম মেম্বারের বাড়ির মৃত সিরাজের ছেলে আলী মনসুর (৩৫)।

জানা গেছে,  সকালে পাহাড়ের বাগান থেকে লেবু আনতে গেলে আহাম্মেদ হোসেন ও আলী মনসুরকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদেরকে ছাড়াতে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করছে দুর্বৃত্তরা। না দিলে দুজনকে মেরে ফেলার হুমকি দিয়েছে অপহরণকারীরা। 

তবে এ বিষয়ে অবগত নন জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন। তিনি বলেন, ‘অপহরণের বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি। থানায় লিখিত অভিযোগও করেনি কেউ।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: