Cvoice24.com

চন্দনাইশে আসহাব সিরাজ পলিটেকনিকে ওরিয়েন্টেশন সভা
উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ-জাতিকে আলোকিত করবে শিক্ষার্থীরা

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৩০, ১৯ জানুয়ারি ২০২৫
উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ-জাতিকে আলোকিত করবে শিক্ষার্থীরা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটে (এএসপিআই) ২০২৪- ২৫ সেশনের ওরিয়েন্টেশন ক্লাস, জাতীয় শিক্ষক দিবস এবং অভিভাবক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর আনিসুর রহমানের সভাপতিত্বে ও ল্যাব এসিস্ট্যান্ট মৃনাল বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, শিক্ষক ফারিয়া আরফিন, রাশেদা পারভীন তানিয়া, সানজিদা ইয়াসমিন কাকন, নুসরাত জাহান, ইভেন আরফিন,প্রান্ত পুরোহিত, অভিভাবকদের মধ্যে নোমান রিজভী, ফেরদৌস বেগম প্রমুখ। 

এতে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর ইরফান উদ্দিন। 

সভায় বক্তারা বলেন, যে অধ্যাবসায়, নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে আসতে সক্ষম হয়েছে, একই প্রত্যয়ে তারা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতিকে আলোকিত করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।