ফটিকছড়িতে তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী মাহফিল
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র ১১৯তম (মহান ১০ মাঘ) ওরস শরিফ উপলক্ষে ষষ্ঠ তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় মাহফিলের সভাপতিত্ব করেন হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.)।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রিয় নবী (সা:) এর মূল কাজ কেবল ধন বণ্টন ছিল তা ভাবলে ভুল হবে, উনার মূলকাজ ছিলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম,হিকমত, রহমত ও রুহানিয়ত বণ্টন করা। আউলিয়ারাও তাই করেছেন। তারা দোয়া করেছেন, সেই দোয়া ঊর্ধ্বজগতে কবুল হয়েছে। নিঃসন্তান সন্তানের অধিকারী হয়ে গেছেন। হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী আমাদের সমাজের যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে বলেছেন, ফোকাস করতে বলেছেন, উনি আমাদের কোন রঙে রাঙাতে চেয়েছেন সেটি বুঝার চেষ্টা করাই আমাদের প্রধান কাজ। সেটা আমরা নিজেরা বুঝার চেষ্টা করতে হবে এবং অপরকেও সেটি বুঝানোর চেষ্টা করতে হবে।
মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম। ‘মহান ১০ মাঘ ওরস শরিফ’ উপলক্ষে SZHM ট্রাস্টের গৃহীত দশদিনব্যাপী কর্মসূচি উপস্থাপন করেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন।
আলোচনায় অংশগ্রহণ করেন বোয়ালখালী চরণদ্বীপ দরবারের নায়েবে মোন্তাজেম শাহাজাদা মাওলানা শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, বোয়ালখালী গোমদণ্ডী দরবারের নায়েবে শাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী ও খতিব মাওলানা মুহাম্মদ বশিরুল আলম মাইজভাণ্ডারী।
মাহফিলে অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী চৌধুরী জসিম, সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল প্রমুখ। মিলাদ-কিয়াম ও তাওয়াল্লোদে গাউসিয়া পরিচালনা করেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর