Cvoice24.com

ফটিকছড়িতে এলাকাবাসীর উদ্যোগে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
১৭:৪১, ১৯ জানুয়ারি ২০২৫
ফটিকছড়িতে এলাকাবাসীর উদ্যোগে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

চট্টগ্রামের ফটিকছড়িতে এলাকাবাসীর উদ্যোগে ছাফা-লায়লা নামে একটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের দীঘির পাড়স্থ এলাকায় এ হাসপাতাল উদ্বোধন করা হয়। 

মোহাম্মদ সিরাজুল হক সিআইপির সভাপতিত্বে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে ক্লিনিকের উদ্বোধন করেন নুর কাজী হালিমিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী মাওলানা কামাল উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মোহাম্মদ আরেফিন আজিম। তিনি বলেন, ‘সরকারের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতায় কমিউনিটি ক্লিনিক চলে। আমি আশা করব এলাকাবাসী আন্তরিকতার মাধ্যমে  এ কমিউনিটি ক্লিনিকটি পরিচালনা করা হবে।’

মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস,সাবেক কাউন্সিলর মোহাম্মদ সোলাইমান, ডা. সাহাব উদ্দিন, ডা. শফিউল আলম, মোহাম্মদ শাহনেওয়াজ,কবির আহম্মদ,জহুর আহম্মদ চৌধুরী,শাহাজাদা আনোয়ার শাহ, শাহাজাদা মোহাম্মদ মনজু, মোহাম্মদ আজিজুল, মোহাম্মদ জসিম, রুবেল চৌধুরী প্রমুখ।