হাটহাজারীতে আ. লীগ নেতা `মামা নাছির` গ্রেপ্তার
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে মোহাম্মদ নাছির আহমেদ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তিনি এলাকায় মামা নাছির নামে পরিচিত।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাছির আহমেদ উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের আনোয়ার আলী টেন্ডল বাড়ির মোহাম্মদ ভোলার ছেলে।
বিষয়টির নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, শনিবার (৯ নভেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।