রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় প্রাণ গেল যুবকের
সিভয়েস প্রতিবেদক

প্রতীকী ছবি
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় কিছুই জানা যায়নি।
বুধবার (২২ জুন) দিবাগত রাত ১২টার দিকে ব্রিজের গোড়ায় টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার রাতে ব্রিজের গোড়ায় টোল কালেকশন চেক পোস্টের সামনে অজ্ঞাতনামা এই মধ্যবয়সী লোকটিকে একটি গাড়ি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ‘ধারণা করা হচ্ছে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।’