Cvoice24.com

কর্ণফুলীতে যুবকের মরদেহ, ৩ দিনেও মিলেনি পরিচয় 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ২ জুলাই ২০২৩
কর্ণফুলীতে যুবকের মরদেহ, ৩ দিনেও মিলেনি পরিচয় 

প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ২৭ বছর) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুন) শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ভেল্লাপাড়া ব্রিজের পাশে বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটি উদ্ধারের তিন দিন পেরিয়ে গেলেও এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। 

মারা যাওয়া এই অজ্ঞাত যুবকের কপাল, কাঁধ ও বাম চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মরদেহ উদ্ধারের তিনদিন পার হয়ে‌ গেলেও মৃত ব্যক্তির কোন নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের সময় যুবকের গায়ে লাল-সাদা প্রিন্টের ছেড়া পাঞ্জাবি ও কোমরে কালো রঙের সুতা দিয়ে দুটি তাবিজ এবং গলায় একইভাবে পয়সার মতো আরও একটি তাবিজ বাঁধা ছিল। মরদেহটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়