কর্ণফুলীতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
সিভয়েস প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী থানার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় একজনের কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন— দক্ষিণ গরুয়া পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো.শিহাবুল ইসলাম (১৯) ও নবী হোসেনের ছেলে মো.জায়েদ (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, ১৫ নম্বর ঘাট এলাকায় অস্ত্রধারী মাদক কারবারিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে তারা বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করতো।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর