‘কেউ সংগঠনবিরোধী কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা’
লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
কেউ সংগঠনের নীতিবহির্ভূত কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঘোষিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নেজাম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান ।
বক্তারা বলেন, এখন সময় এসেছে দল গোছানোর। প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পর্যায়েও সভা চলছে। জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক নুরুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ফরিদ আহমদ চৌধুরী, সরওয়ার আকতার, মো. মহিউদ্দিন, আহমুদুল হক, আবদুর রহিম, খোরশেদ আলম, ইসফাক উদ্দিন ইভু, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন, হেলাল উদ্দিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, শিহাব উদ্দিন, মো. দিদার, ফোরকানুল হক, ইকবাল হোসেন, মো. সায়েম, জহির উদ্দিন, মাস্টার আবু তাহের, মো. পেয়ারু, শামসুল আলম, আবদুল গণি, মোবারক হোসেন, নুরুল ইসলাম, নুরুল হক, মামুনুর রশীদ ও নুরুল হক প্রমুখ।