লোহাগাড়ায় ‘বাইট্টা’ কাশেম গ্রেপ্তার, ইয়াবা জব্দ
লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে সাবেক ইউপি সদস্য আবুল কাশেম (৫০) প্রকাশ বাইট্টা কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার দরবেশ হাট রোড এলাকার একটি সুপারশপে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কাশেম প্রকাশ বাইট্টা কাশেম লোহাগাড়া সদর জোনাবীর পাড়ার মৃত এনায়েত আলীর ছেলে।
লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পববর্তী তার দেয়া তথ্যের ভিত্তিতে ৫৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়। ’
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে উদ্ধারকৃত ইয়াবাসহ থানায় হস্তান্তর করা হয়। এর পর তার বিরুদ্ধে মামলা রুজু করে আজ মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়।