মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটিতে পদাধিকারবলে আহ্বায়ক হিসেবে থাকছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন এবং সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমকে।
কমিটিতে ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি ক্যাটাগরিতে স্থান পেয়ে সদস্য হয়েছেন কামরুল হোসেন, আবু নাছের, গাজী নিজাম উদ্দিন, তরিকুর রহমান (ছাত্র প্রতিনিধি) এবং এম মাঈন উদ্দিন (ক্রীড়া সাংবাদিক)।
এর আগে গত ২১ আগস্ট এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙে দিয়ে এ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল।