চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১২:৩০, ১৮ আগস্ট ২০১৯
চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সেতু দেবে যাওয়ার কারণে ৩২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর রোববার (১৮ আগস্ট) দুপুর ১টার পর থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সেতুটির মেরামত শেষে চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন হাটহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন।

হাটহাজারী উপজেলার সরকারহাট ও কাজিরহাটের মাঝামাঝি এলাকায় একটি সেতু হঠাৎ দেবে যাওয়ার কারণে প্রায় ৩২ ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর থেকে রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। চট্টগ্রাম-নাজির হাট রুটে তিনটি ডেমু ট্রেন ও একটি লোকোমুটিভ (লোকাল) ট্রেন চলাচল করে।

সিভয়েস/এএস

সিভয়েস ডেস্ক 

সর্বশেষ

পাঠকপ্রিয়