টি-টোয়েন্টি বিশ্বকাপ
সবার আগে দল ঘোষণা করল নিউজিল্যান্ড

প্রকাশিত: ১১:৫৯, ২৯ এপ্রিল ২০২৪
সবার আগে দল ঘোষণা করল নিউজিল্যান্ড

আসছে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অধিনায়ক হিসেবে অভিজ্ঞতায় ঠাসা কেইন উইলিয়ামসনের ওপরই ফের আস্থা রাখছে কিউইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে তাকেই।

সোমবার (২৯ এপ্রিল) বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ১৫ সদস্যের দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকছেন বেন সিয়ার্স।

দলে আছেন ইনজুরি আক্রান্ত ডেভন কনওয়ে। এ বছরের ফেব্রুয়ারিতে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলির চোটে পড়েন তিনি। সেই চোট থেকে সেরে না উঠতে পারায় ২০২৪ আইপিএলই তার শেষ হয়ে যায়। চেন্নাই সুপার কিংসের হয়ে কিউই বাঁহাতি ব্যাটারের খেলার কথা ছিল।
এ ছাড়া মাইকেল ব্রেসওয়েল আছেন ঘোষিত দলে। অনেকটা সময় পর জায়গা পেয়েছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ঝড় তোলা জিমি নিশাম। বিশ্বকাপে আলো কেড়ে নেওয়া রাচিন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলও থাকছেন।

টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের মতো দুই অভিজ্ঞ পেসার আছেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে। এর সঙ্গে ম্যাট হেনরি আর লকি ফার্গুসন যাবেন। স্পিন বিভাগ সামাল দিতে ইশ সোধি ও মিচেল স্যান্টনার থাকছেন দলে।   

এবার সহ উইলিয়ামসন ষষ্ঠ আসর খেলবেন বিশ্বকাপে। চতুর্থবার খেলবেন অধিনায়ক হিসেবে। ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে কেবল টিম সাউদির। টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারী সাউদি এবার নিয়ে সপ্তম বিশ্বকাপ খেলবেন। আর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন রাচীন রবীন্দ্র এবং ম্যাট হেনরি। 

নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ৭ জুন গায়ানায়। প্রতিপক্ষ আফগানিস্তান। সি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নবাগত উগান্ডা এবং পাপুয়া নিউগিনি। 

আগামী ১ জুন পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ১৮ জুন পর্যন্ত হবে এ আসরের গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে ৪০টি ম্যাচ। যেখানে ২০ দলকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটা গ্রুপ থেকে দুটো করে দলে নিয়ে হবে সুপার এইট। ২৬ ও ২৭ জুন সেমিফাইনাল। ফাইনাল ২৯ জুন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৫৫টা ম্যাচ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। 

প্রথম সেমিফাইনাল আয়োজিত হবে গায়ানাতে। দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু ত্রিনিদাদে। ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে বাংলাদেশ। 

বিশ্বকাপের নিউজিল্যান্ড দল

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।

রিজার্ভ : বেন সিয়ার্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ 
গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা।
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওমান।
গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
গ্রুপ ‘ডি’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

টি টোয়েন্টি বিশ্বকাপ সময় সূচি

শনি, ১ জুন ২০২৪ - যুক্তরাষ্ট্র বনাম কানাডা, ডালাস

রবি, ২ জুন ২০২৪ - ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনি, গায়ানা

রবি, ২ জুন ২০২৪ - নামিবিয়া বনাম ওমান, বার্বাডোস

সোম, ৩ জুন ২০২৪ - শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্ক

সোম, ৩ জুন ২০২৪ - আফগানিস্তান বনাম উগান্ডা, গায়ানা

মঙ্গল, ৪ জুন ২০২৪ - ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড, বার্বাডোস

মঙ্গল, ৪ জুন ২০২৪ - নেদারল্যান্ডস বনাম নেপাল, ডালাস

বুধ, ৫ জুন ২০২৪ - ভারত বনাম আয়ারল্যান্ড, নিউইয়র্ক

বুধ, ৫ জুন ২০২৪ - পাপুয়া নিউ গিনি বনাম উগান্ডা, গায়ানা

বুধ, ৫ জুন ২০২৪ - অস্ট্রেলিয়া বনাম ওমান, বার্বাডোস

বৃহস্পতি, ৬ জুন ২০২৪ - যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান, ডালাস

বৃহস্পতি, ৬ জুন ২০২৪ - নামিবিয়া বনাম স্কটল্যান্ড, বার্বাডোস

শুক্র, ৭ জুন ২০২৪ - কানাডা বনাম আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক

শুক্র, ৭ জুন ২০২৪ - নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, গায়ানা

শুক্র, ৭ জুন ২০২৪ - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডালাস

শনি, ৮ জুন ২০২৪ - নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্ক

শনি, ৮ জুন ২০২৪ - অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, বার্বাডোস

শনি, ৮ জুন ২০২৪ - ওয়েস্ট ইন্ডিজ বনাম উগান্ডা, গায়ানা

রবি, ৯ জুন ২০২৪ - ভারত বনাম পাকিস্তান, নিউ ইয়র্ক

রবি, ৯ জুন ২০২৪ - ওমান বনাম স্কটল্যান্ড, অ্যান্টিগুয়া

সোম, ১০ জুন ২০২৪ - দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, নিউ ইয়র্ক

মঙ্গল, ১১ জুন ২০২৪ - পাকিস্তান বনাম কানাডা, নিউ ইয়র্ক

মঙ্গল, ১১ জুন ২০২৪ - শ্রীলঙ্কা বনাম নেপাল, ফ্লোরিডা

মঙ্গল, ১১ জুন ২০২৪ - অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া, অ্যান্টিগুয়া

বুধ, ১২ জুন ২০২৪ - মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারত, নিউ ইয়র্ক

বুধবার, ১২ জুন ২০২৪ - ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড, ত্রিনিদাদ

বৃহস্পতি, ১৩ জুন ২০২৪ - ইংল্যান্ড বনাম ওমান, অ্যান্টিগুয়া

বৃহস্পতি, ১৩ জুন ২০২৪ - বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, সেন্ট ভিনসেন্ট

বৃহস্পতি, ১৩ জুন ২০২৪ - আফগানিস্তান বনাম পাপুয়া নিউ গিনি, ত্রিনিদাদ

শুক্র, ১৪ জুন ২০২৪ - মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড, ফ্লোরিডা

শুক্র, ১৪ জুন ২০২৪ - দক্ষিণ আফ্রিকা বনাম নেপাল, সেন্ট ভিনসেন্ট

শুক্র, ১৪ জুন ২০২৪ - নিউজিল্যান্ড বনাম উগান্ডা, ত্রিনিদাদ

শনি, ১৫ জুন ২০২৪ - ভারত বনাম কানাডা, ফ্লোরিডা

শনি, ১৫ জুন ২০২৪ - নামিবিয়া বনাম ইংল্যান্ড, অ্যান্টিগুয়া

শনি, ১৫ জুন ২০২৪ - অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড, সেন্ট লুসিয়া

রবি, ১৬ জুন ২০২৪ - পাকিস্তান বনাম আয়ারল্যান্ড, ফ্লোরিডা

রবি, ১৬ জুন ২০২৪ - বাংলাদেশ বনাম নেপাল, সেন্ট ভিনসেন্ট

রবি, ১৬ জুন ২০২৪ - শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস, সেন্ট লুসিয়া

সোম, ১৭ জুন ২০২৪ - নিউজিল্যান্ড বনাম পাপুয়া নিউ গিনি, ত্রিনিদাদ

সোম, ১৭ জুন ২০২৪ - ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান, সেন্ট লুসিয়া

বুধ, ১৯ জুন ২০২৪ - এ ২ বনাম ডি ১, অ্যান্টিগুয়া

বুধ, ১৯ জুন ২০২৪ - বি ১ বনাম সি ২, সেন্ট লুসিয়া

বৃহস্পতি, ২০ জুন ২০২৪ - সি ১ বনাম এ ১, বার্বাডোস

বৃহস্পতি, ২০ জুন ২০২৪ - বি ২ বনাম ডি ২, অ্যান্টিগুয়া

শুক্র, ২১ জুন ২০২৪ - বি ১ বনাম ডি ১, সেন্ট লুসিয়া

শুক্র, ২১ জুন ২০২৪ - এ ২ বনাম সি ২, বার্বাডোস

শনি, ২২ জুন ২০২৪ - এ ১ বনাম ডি ২, অ্যান্টিগুয়া

শনি, ২২ জুন ২০২৪ - সি ১ বনাম বি ২, সেন্ট ভিনসেন্ট

রবি, ২৪ জুন ২০২৪ - এ ২ বনাম বি ১, বার্বাডোস

রবি, ২৪ জুন ২০২৪ - সি ২ বনাম ডি ১, অ্যান্টিগুয়া

সোম, ২৪ জুন ২০২৪ - বি ২ বনাম এ ১, সেন্ট লুসিয়া

সোম, ২৪ জুন ২০২৪ - সি ১ বনাম ডি ২, সেন্ট ভিনসেন্ট

বুধ, ২৬ জুন ২০২৪ - সেমি ১, গায়ানা

বৃহস্পতি, ২৭ জুন ২০২৪ - সেমি ২, ত্রিনিদাদ

শনি, ২৯ জুন ২০২৪ - ফাইনাল, বার্বাডোস

সর্বশেষ

পাঠকপ্রিয়