আনোয়ারায় ভূমিমন্ত্রী
‌‌‘শেখ হাসিনা সরকার বিনামূল্যে বই নয়, টাকাও দিচ্ছে শিক্ষার্থীদের’

প্রকাশিত: ১৪:১৯, ১৪ সেপ্টেম্বর ২০১৯
‌‌‘শেখ হাসিনা সরকার বিনামূল্যে বই নয়, টাকাও দিচ্ছে শিক্ষার্থীদের’

ছবি: প্রতিনিধি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, শিক্ষার মাধ্যমে জাতিকে প্রস্ফুটিত করতে হবে। শিক্ষার মান উন্নয়নে শেখ হাসিনা সরকার বদ্ধ পরিকর। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসার ঘটাতে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। আগামীতে শুধুমাত্র বিনামূল্যে বই নয়, প্রতিটি শিক্ষার্থীরা পোশকের জন্য ২ হাজার টাকা করে পাবে। উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। বিগত সরকার শিক্ষার নামে বরাদ্ধ দিয়ে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়ে। শেখ হাসিনা সরকার দুর্নীতিকে জিরো ট্রলারেন্স ঘোষনা করে আধুনিক মান সম্মত শিক্ষা নিশ্চিত করেছে। 

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পশ্চিম বরুমচড়া আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পশ্চিম বরুমচড়া আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন পরিষদের প্রধান সম্ময়ক উপজেলা  চেয়ারমান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী ও মোহাম্মদ রুহুল আমীনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারন সম্পাদক এম.এ মালেক, বরুমচড়া ইউপি চেয়ারমান শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা শামসুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের আজীবন সদস্য আজিজুল হক নসু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, প্রধান শিক্ষক নাছির উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের। অন্যান্যদের মাঝে আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, বারশত ইউপি চেয়ারাম্যান এম.এ কাইয়ূম শাহ্, চাতরী ইউপি চেয়ারমান মোহাম্মদ ইয়াছিন হিরো, বারখাইন ইউপি চেয়ারমান হাসনাইন জলিল শাকিল, সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, মানবতাবাদী নেতা মোহাম্মদ আলী, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাদ সিকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, এম.এ মীর হোসেন, আখতার হোসেন, মোহাম্মদ আলীসহ বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বিদ্যালয়ের জন্য শামসুল ইসলাম চৌধুরী, আবদুল আলিম ব্যাংকার, আনোয়ারুল ইসলাম, জসিম উদ্দিন আমজাদী, এম.এম ই হোসাইন পারভেজ, মুহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ ইদ্রিছ, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ ইসহাক, আলী হোসেন আরিফ, মো. কামাল উদ্দিন, নুরুল আমিন, শাহিদা আকতার, আজাদ সিকদার, আব্দুর রাজ্জাক, জাহেদুল ইসলাম, ফখরুল ইসলাম প্রথম পর্যায়ে ৬০ শতক জমি দান করেন।

ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, সরকারের এ ধারাবাহিক উন্নয়নে বিরোধী দল পাগল হয়ে গেছে, এখন তারা প্রলাপ বকছে। আনোয়ারার মানুষের জন্য আমার বাবা যে অবদান রেখে গেছেন, এখন মানুষ তাঁর স্বীকৃতি দিচ্ছে। এই বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে যে আলো ছড়িয়ে পড়বে তা আমার বাবার স্বপ্নকে বাস্তবায়নে কাজ করবে। পরে ভূমিমন্ত্রী তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত পশ্চিম বরুমচড়া আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সিভয়েস/এএস

আনোয়ারা প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়