ইউপি নির্বাচন/
ফটিকছড়িতে ভোটের মাঠে ৩ চেয়ারম্যানসহ ৫৯ প্রার্থী

ফটিকছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৪৩, ২৭ মে ২০২২
ফটিকছড়িতে ভোটের মাঠে ৩ চেয়ারম্যানসহ ৫৯ প্রার্থী

ফটিকছড়ির ভুজপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্যে  ১১ জনসহ মোট ৫৯ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার  (২৭ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ। চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ইব্রাহিম তালুকদার (নৌকা) স্বতন্ত্র প্রার্থী  এম এইচ শাহজাহান শিপন (আনারস) এবং মো. নাছির উদ্দিন (অটো রিকশা) প্রতীক পেয়ছেন। 

উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ বলেন, চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদের বিপরীতে  মোট ৫৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আশা করি প্রার্থীরা আচরণ বিধি অনুসরণ করে নির্বচনী কার্যক্রম চালাবেন।

উল্লেখ্য ,ভুজপুর ইউপি নির্বাচনের  ঘোষিত তফসিলে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ছিল  ১৭ মে,  যাচাই বাছাই ১৯ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের  ২০ থেকে ২২ মে,  আপিল নিষ্পত্তি ২৩ থেকে ২৫ মে। এছাড়া, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে  ১৫ জুন।

এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীগণ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়