ভারিবর্ষণে রাউজানে তলিয়ে গেছে বসতঘর-ফসলি জমি

রাউজান প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ১৮ জুন ২০২২
ভারিবর্ষণে রাউজানে তলিয়ে গেছে বসতঘর-ফসলি জমি

চট্টগ্রামের রাউজানে ভারিবর্ষণ ও পার্বত্য অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শনিবার সকাল থেকে পানির চাপে জানালী হাট এলাকায় ডাবুয়া খালের পাড় ভেঙ্গে মানুষের বাড়ি ও দোকান ঘরে হাঁটু পানি প্রবেশ করছে। পৌর সদরের থানা রোডে হাঁটু পানিতে মানুষ চলাচল করছে।

এছাড়া সদর ইউনিয়নের কেউটিয়া এলাকার একটি খালের পাড় ধসে বন্যার পানি প্রবেশ করছে। ভেসে গেছে বহু পুকুরের মাছ। হাফেজ বজলুর রহমান সড়কে নির্মাণাধীণ কালভার্টের পাশে নির্মিত বিকল্প সড়ক ভেঙে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ওই ইউনিয়নের কেউটিয়া, খলিলাবাদসহ পৌর এলাকার হাজীপাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এদিকে শনিবার দুপুরে বজ্রপাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে আবাসিক গ্যাস লাইনের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও আধাঘণ্টার মধ্যে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এদিকে বৃষ্টির পানির সাথে খাল, নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পশ্চিম গুজরা, নোয়াপাড়া, উরকিরচর, বিনাজুরী ইউনিয়নের নিচু এলাকা ডুবে গেছে। গ্রামীণ রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে।

এছাড়া রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের থানা সড়কের উপর পানি প্রবাহিত হচ্ছে। একই ওয়ার্ডের ঢেউয়াপাড়ায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে পানি চলাচলের নালা ভেঙে প্রবল স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের জানালী হাট এলাকায় ডাবুয়া খালের পানি বেড়ে বসতঘর, একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। পৌর এলাকার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পানির নিচে তলিয়ে গেছে অভ্যন্তরীণ সড়ক। এদিকে কদলপুর ইউনিয়নের নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে ফসলি জমি তলিয়ে গেছে।

রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসান বলেন, ‘রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে রাউজান পৌরসভার প্রতিটি এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করায় তেমন জলাবদ্ধতা নেই। তবে জানালী হাট বাজার এলাকায় ডাবুয়া খালের পানি বেড়ে দোকান ও বসতঘরে প্রবেশ করেছে।’ পৌর ৮ নম্বর ওয়ার্ডের জলিলনগর, ঢেউয়াপাড়া, সাপলঙ্গা দলিলাবাদ, ফকিরহাটের জলাবদ্ধতা নিরসনে কাঁশখালি খাল, সূর্যখোলা বিলের প্রতিবন্ধকতা অপসারণে কাজ করার কথা জানিয়েছেন কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী। 

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ সিকদার বলেন, ‘রাউজানে ঝুমবৃষ্টি হচ্ছে, কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও জান-মালের ক্ষতির খবর পায় যায়নি।’
 

সর্বশেষ

পাঠকপ্রিয়