সন্দ্বীপের চরে মিললো লামার যুবকের লাশ
সিভয়েস প্রতিবেদক
চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের উপকূলীয় এলাকা থেকে আবদুল গনি (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌকাতলী গ্রামের উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই পুলিশের ধারণা — ভাসানচর থেকে সন্দ্বীপে আসার পথে ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন।
আবদুল গনির গ্রামের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মহেশখালী পাড়ায়। তবে তিনি নোয়াখালীর ভাসানচরে থাকতেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সিভয়েসকে বলেন, আজ সকালে উপকূলীয় এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের লোকজন বান্দরবনের লামায় থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।