Cvoice24.com

গভীর রাতে কর্ণফুলীতে আগুন, ৩ দোকান ছাই

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
গভীর রাতে কর্ণফুলীতে আগুন, ৩ দোকান ছাই

চট্টগ্রাম নগরের কর্ণফুলী উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি দোকান।  

রোববার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মৃত আবুল হোসেনের ছেলে মো. হাসান, আলী আকবর ও মো. সোহেলের দুটি চায়ের দোকান এবং একটি মুদি দোকান পুড়ে যায়।  

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সোয়াইব হোসেন মুন্সি জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: