Cvoice24.com

বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হল দোকান

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৬, ১৫ মে ২০২৪
বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হল দোকান

চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নে আগুনে পুড়ে গেছে একটি দোকান। এতে কয়েক লাখ টাকার ক্ষতির দাবি ওই দোকানদারের।

মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে চারটার দিকে ইউনিয়নের পশ্চিম শাকপুরার আশরাফ আলী জামে মসজিদের পাশে বালি সওদাগরের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। দোকান থেকে আনুমানিক তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: