Cvoice24.com

প্রতিমা বিসর্জন শেষে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৬:৫০, ১৩ অক্টোবর ২০২৪
প্রতিমা বিসর্জন শেষে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতিমা বিসর্জন শেষে পুকুরে গোসল করতে নেমে রক্তিম রুদ্র (১০) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে লোহাগাড়ার দক্ষিণ বড়হাতিয়া রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রক্তিম ওই এলাকার রুপন রুদ্রের ছেলে।

শিশুটির স্বজনরা জানান, রবিবার সকালে রুদ্রপাড়া কালি মন্দিরের পুকুরে প্রতিমা বিসর্জন দিতে আসে অনেক মানুষ। প্রতিমা বিসর্জন শেষে অন্য আরেকটি পুকুরে গোসল করতে যায় রক্তিম। এ সময় পুকুরে ডুব দিয়ে আর ওঠেনি সে। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের ঘাটের নিচ থেকে তাকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ নোমান বলেন, ‘নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘পুকুরে ডুবে মারা যাওয়ার খবর পাইনি। তবে কেউ সুনির্দিষ্ট অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: