Cvoice24.com

পটিয়ার প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম আর নেই

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬, ১৩ অক্টোবর ২০২৪
পটিয়ার প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম আর নেই

চট্টগ্রামের পটিয়ার প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম (৬৮) আর নেই। রবিবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর গোবিন্দরখীল গ্রামের বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত ১১টায় পটিয়া আমির ভান্ডার মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএমএকে জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

সাংবাদিক নুরুল ইসলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিনের সংবাদ পত্রিকার পটিয়া প্রতিনিধির দায়িত্বে ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: