পটিয়ায় প্রশাসনের নামে মাদ্রাসা দখলের চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের পটিয়া শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে স্হানীয় জনসাধারণ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল দশটার দিকে ওই এলাকার মাদ্রাসাটির সামনের সড়কে স্হানীয় নারী-পুরুষ, ছাত্র-জনতা এ মানববন্ধনে অংশ নেন।
সাবেক ইউপি সদস্য আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মিয়া। অতিথি থেকে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আহাম্মদ কবির, শামসুল আলম, মোহাম্মদ আলী, মোহাম্মদ খাঁ, মোহাম্মদ সিরাজ, কামাল উদ্দিন চৌধুরী, হাসিনা আকতার, হোসনে আরা জেবুন্নেছা, বাকের চৌধুরী, মামুন চৌধুরী, কাজী বাচ্চু, বাশি আকতার প্রমুখ।
বক্তারা বলেন, আবদুল মোতালেব চৌধুরী ৫০ বছর ধরে মাদ্রাসাটির খেদমত ও মাদ্রাসার নানান সমস্য সমাধান সহ সব ধরনের আর্থিক সহযোগিতা করে আসছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে তিনি তিলে তিলে এই মাদ্রাসাকে আজকের অবস্থানে আনতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মাদ্রাসার এমপিও ভুক্তি, নিজস্ব তহবিল হতে গরিব ছাত্রদের বৃত্তি প্রদান, একাডেমিক ভবন নির্মাণ ও মাদ্রাসার সম্পদ রক্ষণাবেক্ষণে নিজ সন্তানের মত গড়ে তুলেছেন। কিন্তু একটি চিহ্নিত মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যারা বিগত ১৫ বছর সাবেক এমপির সুবিধাভোগী।
বক্তারা আরো বলেন, ওই কুচক্রী মহল এবার বিএনপির পরিচয়ে মাঠে নেমেছে। কমিটি থেকে আবদুল মোতালেব চৌধুরীকে বাদ দেওয়ার জন্য কিছু স্বার্থান্বেষী মহল চক্রান্ত শুরু করেছে। আবদুল মোতালেব চৌধুরীর বিচারিক গুণ ও দানশীলতা দলমত নির্বিশেষে রশিদাবাদ এলাকার শোভনদন্ডীতে সর্বজন স্বীকৃত। মাদ্রাসা কমিটিতে সৎ ও যোগ্য ব্যক্তিদের সংযুক্ত করা উচিত। রাতের আঁধারে প্রশাসনকে মিথ্যা, কাল্পনিক ও দৃষ্টিকটু তথ্য দিয়ে চেয়ার দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি নামধারী এলাকার এসব চিহ্নিত বখাটেরা।